রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী মিলগেট লাল মসজিদ এলাকায় চুড়ি ফ্যাক্টরির বস্তিতে গতকাল ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৫টি বস্তিঘর পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বস্তিবাসী জানান, শুক্রবার দিবাগত রাত  আড়াইটায় ওই বস্তির পাগলা ইসমাইলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের বস্তিঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন। ততক্ষণে আগুনে ৪৫টি ঘর পুড়ে যায়। ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমার ১৬টি বস্তিঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘরগুলো ভাড়া দিয়েই আমার সংসার চলতো। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘর থেকে কিছ্ইু বের করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ছোট-বড় ৪৫টির মতো বস্তিঘর পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে ।

সর্বশেষ খবর