সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
হলমার্ক কেলেঙ্কারি

দ্বিতীয় মামলায় ১১ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংকের হলমার্ক ঋণ জালিয়াতির ঘটনায় করা দ্বিতীয় মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন।  হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় মোট ২৮টি মামলার মধ্যে এ নিয়ে দুটির রায় হলো। বাকি ২৬টি মামলা এখনো বিচারাধীন রয়েছে। দ্বিতীয় মামলায় কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান  মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক,  সোনালী ব্যাংকের এজিএম সাইফুল হাসান, জিএম মীর মহিদুর রহমান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল  হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির। রায়ে আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে দন্ডবিধির ৪০৬ ধারায় তিন বছর ও ৪২০ ধারায় পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর আট আসামির তিন বছর করে কারাদন্ড দেয় আদালত। ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর