মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৪০০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি

শেষ হলো রিহ্যাব মেলা

নিজস্ব প্রতিবেদক

৪০০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি

বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শেষ হলো রিহ্যাব ফেয়ার। ২৩ ডিসেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মেলায় প্রায় ৪০০ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি, বুকিং দিয়েছেন গ্রাহকরা। গতকাল শেষ দিন মেলা উপলক্ষে বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরীফ আলী খানসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রিহ্যাব ফেয়ারে ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার, প্লট ১২৫ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৯ হাজার ২৩৭ জন। তিনি বলেন, ‘করোনা মহামারীর পর নাগরিকদের বিনিয়োগে আস্থার অভাব লক্ষণীয় ছিল। বিশ্বের বিভিন্ন দেশে  করোনার প্রকোপ এখনো চলমান। দেশে করোনার প্রকোপ কমে এলেও এখনো শঙ্কার সংকেত রয়ে গেছে। এমন অবস্থায় রিহ্যাব ফেয়ার সফলভাবে শেষ হতে চলেছে। ফেয়ার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ফেয়ারের মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা। ক্রেতা-বিক্রেতা, মিডিয়া এবং সবার স্বতঃস্ফূর্ততায় আশা ফিরে পাওয়ার সংকেত পেয়েছি। মেলায় নাগরিকদের যে সাড়া, যে আবেদন দেখেছি তাতে আমরা আশান্বিত হয়েছি। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আবাসন খাত ঘুরে দাঁড়াচ্ছে। এ বছর অনেক অংশগ্রহণকারী ডিজিটাল মাধ্যমে তাদের পণ্য তুলে ধরেছেন। বিদেশ থেকেও প্রবাসীরা তাদের পণ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।’

পাঁচ দিনের মেলায় দর্শনার্থীর উপস্থিতি ও প্লট, ফ্ল্যাট বিক্রি বিষয়কে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আবাসন খাতের উন্নয়ন হিসেবে দেখছে। তারা বলছে, করোনার কারণে গত বছর রিহ্যাব মেলা হয়নি। এজন্য আবাসন কোম্পানি ও গ্রাহকের অনেকেই এ মেলার অপেক্ষায় ছিলেন। মেলায় এক জায়গাতেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প যাচাই করে সাধ্য ও পছন্দ অনুযায়ী প্লট বা ফ্ল্যাট কেনার সুযোগ থাকে। আবার নানা উপহার ও মূল্যহ্রাস পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠান প্রতি ফ্ল্যাটে ১০-১৫ শতাংশ মূল্যহ্রাস করেছে। কেউ আবার ফ্ল্যাট বা প্লট বুকিং দিলে ওমরাহ হজ করার সুযোগ দিয়েছে। এ ছাড়া ফার্নিচার, টিভি, ল্যাপটপ, বিদেশ ভ্রমণসহ নানা পুরস্কার ছিল। এবার মেলায় কম সুদে গৃহঋণের সুযোগ থাকায় বিক্রি বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মো. জহিরুজ্জামান বলেন, ‘আমরা বসুন্ধরা আবাসিক এলাকার অল্প কিছু রেডি প্লট নিয়ে মেলায় এসেছিলাম। সে তুলনায় গ্রাহকদের চাহিদা ছিল অনেক বেশি।’

সর্বশেষ খবর