মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইসিতে তৈমূরের বিরুদ্ধে আইভীর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে এবার পাল্টা নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। গতকাল আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু ওই অভিযোগ দেন।

তৈমূরের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা ও মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা, বিভিন্ন খেয়াঘাটে হ্যান্ড মাইকিং ব্যবহার, নানা স্থানে সভা করার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, এগুলো কার্যত আচরণবিধি লঙ্ঘনের শামিল। এর আগে আইভীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন তৈমূর। এতে তিনি সরকারি দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মির্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। তারা ২৪ ডিসেম্বর বিজয় দিবস পালনের নামে নির্বাচনী প্রচারণা করেছেন বলে অভিযোগ করা হয়।

এদিকে দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ নিয়োগ দিয়েছে বিএনপি। নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তৈমূর আলম খন্দকার বলেন, ‘নির্বাচনে একটি নির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন তিনি এ দায়িত্ব পালন করবেন।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব পেয়ে মনিরুল ইসলাম রবি বলেন, ‘আমি দায়িত্ব পালন করব। পাশাপাশি তৈমূর আলম খন্দকারের নির্বাচনের সমন্বয়কের দায়িত্বও পালন করব। এ আদেশ নির্বাচনে আমাকে চিন্তামুক্তভাবে কাজ করতে সহায়তা করবে। আমাদের নির্বাচন কমিটিতে জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনসহ অনেকেই আছেন। আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। আমি ২৬ ডিসেম্বর চিঠি গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘চিঠিটি ইস্যু করা হয়েছে ২৫ ডিসেম্বর। আমি তৈমূর আলম খন্দকারের পরামর্শ নিয়ে কেন্দ্রে গিয়েছি। পরে রুহুল কবির রিজভী আমার হাতে এ চিঠিটি তুলে দিয়েছেন।’

 

সর্বশেষ খবর