মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

জুসার মেশিনে করে সোনা আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। এ সময় ওই চার যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। জুসার মেশিন ও আয়রনের (ইস্ত্রি) ভিতরে করে অভিনব পন্থায় তারা দুবাই থেকে এই সোনা নিয়ে আসেন।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জের  শেখ মাওলানা আবদুল জলিলের ছেলে শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেওটি হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ। ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটটি ওসমানীতে অবতরণ করে। আগে থেকেই গোপন সংবাদ ছিল ফ্লাইটটিতে সোনার একটি বড় চালান আসছে। ফ্লাইটে আসা যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় চার যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শরীর ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে করে বিশেষ পন্থায় আনা ১১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা মো. আল আমিন। কাস্টমস কর্মকর্তারা জানান, আটকরা সোনা ঢালাই করে জুসার ও আয়রন মেশিনের নিচে লাগিয়ে নিয়ে আসেন। আটককৃতরা আন্তর্জাতিক সোনা  চোরাচালান চক্রের সদস্য কি-না এবং এর আগে তারা একই কায়দায় সোনা নিয়ে এসেছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর