মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাতছড়িতে কাউন্টার টেররিজমের অভিযান গোলাবারুদ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল সকাল থেকে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান। তিনি সংবাদ সম্মেলন করে জানান, ১৫টি মর্টার শেল, ২৫টি বুস্টার ও ৫১০ রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আপেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।      

তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বাসিন্দা বিশু ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাতছড়ির গহিন অরণ্যে এসব গোলাবারুদ থাকার তথ্য দেন। তাকে নিয়ে ভোর রাতে সাতছড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট। তার দেখানো পৃথক দুটি স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে- তিনি কেন, কী উদ্দেশ্যে, কোথা থেকে এসব গোলাবারুদ এনে মজুদ করেছেন। স্থানীয় লোকজন জানান, রবিবার দিবাগত ভোররাতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল সতর্কতার সঙ্গে সাতছড়িতে অবস্থান নেয়। সকাল থেকে তারা গহিন অরণ্যে অভিযান শুরু করে।

সর্বশেষ খবর