বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে চা বাগানে র‌্যাবের অভিযানে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় একটি চা-বাগানে মাদক কারখানা ধ্বংস ও মাদক বিক্রেতাকে গ্রেফতার অভিযানের সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তারা হলেন- র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল এবং উপসহকারী পরিচালক আবদুস সামাদ। এ ছাড়া মনতোষ নামে বারমাসিয়া চা বাগানের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। মাদক কারবারিরা র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এদের    মধ্যে একজন মহিলাও রয়েছেন। অস্ত্রসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগানে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ। তিনি বলেন, চা বাগানের পাশে চোলাই মদের কয়েকটি কারখানা ধ্বংস করে ফেরার পথে র‌্যাব সদস্যদের ওপর  লাঠিসোঠা, দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা। এ সময় র‌্যাবের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন মহিলা এবং অস্ত্রসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, বারমাসিয়া চাবাগানে র‌্যাব অভিযানে গেলে সেখানে র‌্যাবের ওপর হামলা করা হয়। র‌্যাব সদস্যদের ওপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর