শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জাতীয় ব্যক্তিত্বদের হারানোর বছর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ব্যক্তিত্বদের হারানোর বছর

চলতি বছরে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আলোকিত অনেক মানুষ। শিল্প-সাহিত্য, স্থাপত্য, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যমে তাঁদের উপস্থিতি ছিল সরব। এই নক্ষত্রদের বিদায়ের পেছনে অধিকাংশ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকায় ছিল প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় ব্যক্তিত্বদের হারানোয় তৈরি হওয়া শূন্যতা পূরণ হওয়ার নয়।

চলতি বছরে আমরা হারিয়েছি উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। চলে গেছেন ভাষাসৈনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কামাল লোহানী, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলামিস্ট হাসান শাহরিয়ার, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, প্রখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীর, লোকগানের শিল্পী ও সংগীতগুরু ইন্দ্রমোহন রাজবংশী, রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক, গীতিকার ফজল এ খোদা, কবি হাবিবুল্লাহ সিরাজী, কিংবদন্তি অভিনেত্রী সারাহ্ বেগম কবরী, প্রখ্যাত রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আহমদ, অভিনেতা শাহীন আলম, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরু, সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম, সাহিত্যিক শহীদজায়া মুশতারী শফী, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। প্রথিতযশা সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে আমরা হারিয়েছি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান, হিলালী ওয়াদুদ চৌধুরী, সৈয়দ লুৎফুল হক, আহমদ আখতার, শাহীন রেজা নূর, আতিয়ার রহমান আতিক, এ জেড এম আনাস, মো. নূরুল হুদা, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, কাইয়ুম খান মিলন, খোন্দকার শাহাদাৎ হোসেন, মো রফিকুল আলম, এনামুল হক, সৈয়দ শাহজাহান, খোন্দকার ফজলুর রহমান, শহীদুজ্জামান খান, মুহীউদ্দিন আহম্মদ, মুহম্মদ রুহুল কুদ্দুস, মো. লুৎফর রহমান বীনু, বজলুল করিম, মো. আবদুর রহিম, জাহিদুজ্জামান ফারুক, গোলাপ মুনীর, হামিদুজ্জামান রবি, এস এম শওকত হোসেন, রাজা সিরাজ, মো. শামীম মাশরেকী, সৈয়দ আকরাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর