শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কুয়েট শিক্ষকের মৃত্যুতে শোকজ ৪৪ শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৪৪ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা কমিটি এ নোটিস প্রদান করে। ৩ জানুয়ারির মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের মুখপাত্র মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ৪ ডিসেম্বর ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় কুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। কুয়েটে ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্যসচিব     প্রফেসর ড. ইসমাইল সাইফুল্লাহ জানান, তদন্ত প্রতিবেদনে নাম থাকায় ৪৪ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে কার কী দোষ, কীভাবে সম্পৃক্ত তা বলা হয়েছে। সেভাবেই উল্লিখিত ছাত্রদের নোটিস দেওয়া হয়েছে। জানা যায়, প্রফেসর ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি ২৮ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্র শৃঙ্খলা কমিটি ৪৪ শিক্ষার্থীকে শোকজ করে। তাদের জবাব পাওয়ার পর তা সিন্ডিকেট সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষক হলসংশ্লিষ্ট মানসিক চাপে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ খবর