শিরোনাম
শনিবার, ১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত হলেও পরীক্ষা হলো, এটাই ভালো

রাশেদা কে চৌধুরী

সংক্ষিপ্ত হলেও পরীক্ষা হলো, এটাই ভালো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, সংক্ষিপ্ত পরিসরে হলেও করোনার মধ্যে পরীক্ষা যে হলো-এটাই তো ভালো খবর। একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কোনো মূল্যায়ন হচ্ছিল না। এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষার আয়োজন করা হয়েছে। উন্নত বিশ্বসহ পৃথিবীর অনেক দেশেই করোনার কারণে এভাবে পরীক্ষা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদা কে চৌধুরী আরও বলেন, পরীক্ষা হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের একটি উৎকণ্ঠার অবসান হয়েছে। পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা পাস করেছে। এত শিক্ষার্থী পাস করল, এখন তাদের পরবর্তী পদক্ষেপ কলেজে ভর্তি। ভর্তি নিয়ে  তো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয় ভালো কলেজগুলোতে। শিক্ষার্থী আর অভিভাবকদের দায়ী করে লাভ নেই। তারা ভালো কলেজে পড়তে চাইবে- এটাই স্বাভাবিক। ভর্তিযুদ্ধ নিরসন কীভাবে হবে সে চিন্তা এখন ভর্তিচ্ছু আর অভিভাবকদের। তাদের চিন্তার নিরসন করার দায়িত্ব সরকারের। সারা দেশে কলেজগুলোতে ভর্তিযোগ্য অনেক আসন রয়েছে। কিন্তু আসনের সংকট রয়েছে ভালো মানের কলেজগুলোতে। আমাদের সেদিকে দৃষ্টি দিতে হবে। বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। তিনি বলেন, পরীক্ষাই মেধা যাচাইয়ের একমাত্র পথ নয়। নানাবিধ মূল্যায়নের মধ্যে পরীক্ষা মাত্র একটি পথ। করোনাকালে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বিনিয়োগ বাড়ানো খুব দরকার। আশা করি, আগামী বাজেটে সরকার এদিকে নজর দেবে।

সর্বশেষ খবর