রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রূপসা পাড়ে নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রূপসা পাড়ে নৌকাবাইচ

গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্য নৌকাবাইচ উপভোগ করতে গতকাল বিকালে খুলনার রূপসা নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বাইচ চলাকালে নদীর প্রায় ৩ কিলোমিটার লম্বা দুই তীর, কাস্টমস ঘাট, রূপসা ঘাট ও রূপসা সেতু এলাকা লোকারণ্য হয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষ এ বাইচ দেখতে আসে। শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের ফানটাস্টিক বিস্কিটের সহযোগিতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ‘ফানটাস্টিক নৌকাবাইচ, ২০২২’ এর আয়োজন করে। ২০০৭ সাল থেকে রূপসায় নৌকাবাইচ হয়ে আসছে। নৌকাবাইচ উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিববাড়ী মোড় থেকে বের হয়ে শোভাযাত্রা হাদিস পার্কে এসে শেষ হয়। বাইচ শুরুর আগেই রূপসার দুই তীর মানুষে ভরে যায়। বেলা ১টায় কাস্টমস ঘাটে বেলুন উড়িয়ে বাইচের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র সভাপতি মোল্লা মারুফ রশিদ, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার উপস্থিত ছিলেন। কাস্টমস ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত প্রতিযোগিতায় খুলনার কয়রা, নড়াইল ও গোপালগঞ্জের ১২টি দল অংশ নেয়। প্রতিটি নৌকায় অর্ধশত মাঝি ছিলেন। প্রতিযোগিতায় কয়রার সুন্দরবন টাইগার প্রথম, মাগুরা টাইগার্স দ্বিতীয় ও ভাই ভাই তেরখাদা তৃতীয় স্থান লাভ করে। প্রথম পুরস্কার দেওয়া হয় ১ লাখ, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার আর তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। সন্ধ্যায় রূপসা ঘাটে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর