রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন বছরে আমরা আশার আলো দেখছি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে যে সংকট চলছে তা নির্বাচন কমিশন (ইসি) গঠন বা আইন তৈরি করার সংকট নয়। প্রধান সংকট হচ্ছে, নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে, সেটা? তিনি বলেন, নতুন বছরে আমরা আশার আলো দেখছি। মানুষ জেগে উঠছে। গণসংযোগের যে কর্মসূচি দিচ্ছি, সেই কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী মানুষকে উঠে দাঁড়াতে দেখেছি। এটা আমাদের আশান্বিত করছে।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ স্মরণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। বিএফইউজে (একাংশ) সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, হাসান হাফিজ, বাকের হোসাইন, কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম ও দিদারুল আলম বক্তব্য দেন। এর আগে সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে মহানগর নাট্যমঞ্চে ছাত্রদলের আলোচনা সভায়ও প্রধান অতিথি ছিলেন তিনি। রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা এ সংলাপকে অর্থহীন মনে করছি। নির্বাচনকালে কোন ধরনের সরকার থাকবে? সেটিই হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে না।

সর্বশেষ খবর