রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রতিষ্ঠাবার্ষিকীতে জি এম কাদের

গণতন্ত্র চর্চা না হওয়ার কারণ সংবিধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশে কোনো সময়ই তেমন কোনো গণতন্ত্রের চর্চা হয়নি। এর প্রধান কারণ আমাদের সংবিধান। সার্বিকভাবে সংবিধানের বিভিন্ন বিধানে গণতন্ত্রের চর্চার চেয়ে একনায়কতন্ত্রবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। গণতন্ত্র চর্চার সহায়ক প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে দুর্বল থেকে দুর্বলতর করে প্রায় ধ্বংস করা হয়েছে। জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে   আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ। আলোচনা শেষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদেরের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জি এম কাদের বলেন, এক সময় নির্বাচন ছিল উৎসবমুখর, এখন নির্বাচন হচ্ছে ভয় ও আতঙ্কের নাম। ভিন্নমতের লোকদের মাঠে দাঁড়াতে দেয় না ক্ষমতাসীনরা। ক্ষমতার জোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চায়। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এরশাদ ক্ষমতায় থাকার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য পার্টি গঠন করেছিলেন। রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মধ্য দিয়ে পল্লীবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। কাজী ফিরোজ রশীদ বলেন, স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া গেলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় যেত। স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। মুজিবুল হক চুন্নু বলেন, জাপা কারও নেতৃত্বে জোটে যাবে না। জি এম কাদেরের নেতৃত্বে যদি কেউ আসে তখন ভেবে দেখব। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করে।

সর্বশেষ খবর