শিরোনাম
রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রেমিট্যান্স লক্ষ্য ২৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এ বছর রেমিট্যান্সের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রা অর্জনে রেমিট্যান্সে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ সম্পর্কিত চূড়ান্ত সুপারিশের পরিপ্রেক্ষিতে ঢাকায় স্মারক অনুষ্ঠানের প্রি-ইভেন্ট সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী। এতে আরও বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।  রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর প্রণোদনা বাড়ানো হলো। আমি যখন পরিকল্পনামন্ত্রী ছিলাম তখন আমি এ নিয়ে স্টাডি করেছি। সেসময় আমাদের রেমিট্যান্স যা অর্জন করার কথা, আমরা ৪৯ শতাংশ অর্জন করতাম ফরমাল চ্যানেলে আর ইনফরমাল চ্যানেলে বাকিটা আসত। আমি চিন্তা করলাম এটাকে ফরমাল চ্যানেলে আনলে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে এবং সবাই এটার সুবিধাটা পাবে। সেই চিন্তা থেকে আমরা প্রথম ২০১৯-২০ অর্থবছরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করি। এই প্রণোদনা দেওয়ার পর প্রথম বছরে রেমিট্যান্স ১৪ বিলিয়ন থেকে বেড়ে হলো ১৮ বিলিয়ন ডলার। ২০২০-২১ সালে রেমিট্যান্স প্রায় ২৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার। তিনি বলেন, এই রেমিট্যান্সটা দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। সে জন্যই প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করা হয়েছে, আজ (গতকাল) থেকে এটি কার্যকর হবে।

সর্বশেষ খবর