রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিরাপদ ফসল উৎপাদনে পুতুল নাচ কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি

নিরাপদ ফসল উৎপাদনে পুতুল নাচ কুষ্টিয়ায়

জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আধুনিক উপায়ে জৈব সার প্রয়োগের মাধ্যমে নিরাপদ সবজি, ফসল ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুষ্টিয়ার মিরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় মিরপুর উপজেলা কৃষি অফিস ও কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষিবিডি’র যৌথ উদ্যোগে নিরাপদ উপায়ে ফসল উৎপাদন প্রযুক্তির ওপর আয়োজিত এ পুতুলনাচ মধ্যরাত পর্যন্ত শত শত দর্শক উপভোগ করেন। পুতুলনাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালনের যুগ্মসচিব জালাল আহম্মেদ। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশচন্দ্র ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের, কুষ্টিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, কৃষিবিডির পরিচালক জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধানরা। উপজেলা কৃষি অফিসের সব উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক মডেল কৃষক ও কিষানি অংশগ্রহণ করেন। পরিকল্পনা মন্ত্রণালনের যুগ্মসচিব জালাল আহম্মেদ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের অভিনব এ কৌশল নিঃসন্দেহে কৃষকদের আরও উদ্বুদ্ধ করবে। মনহারা পুতুলনাচ দলের পরিচালক আবদুল কুদ্দুস বলেন, বিষমুক্ত সবজি ও নিরাপদ ফসল উৎপাদনে এ ধরনের পুতুলনাচের আয়োজন এটিই দেশের মধ্যে প্রথম। উপজেলা কৃষি কর্মকর্তা রমেশচন্দ্র ঘোষ বলেন, কৃষিজমিতে যাতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করে এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতেই ব্যতিক্রমধর্মী এ আয়োজন।

 

সর্বশেষ খবর