সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
আদি বুড়িগঙ্গা উদ্ধার অভিযান

গুঁড়িয়ে দেওয়া হলো ২৮ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

গুঁড়িয়ে দেওয়া হলো ২৮ স্থাপনা

বুড়িগঙ্গায় গতকালও চালানো হয়েছে উচ্ছেদ অভিযান -বাংলাদেশ প্রতিদিন

উচ্চ আদালতের নির্দেশে অবৈধ দখলদারের হাত থেকে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে উচ্ছেদ অভিযানের ষষ্ঠ দিনে গতকাল ২৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

লালবাগ থানার বুড়িগঙ্গা আদি চ্যানেলের কামরাঙ্গীরচর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবাদুল্লাহ এবং ঢাকা জেলা প্রশাসনের শেখ মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

হাই কোর্টের রিট পিটিশন নম্বর ৩৫০৩/২০০৯ এর আদেশ অনুযায়ী এ অভিযান চালানো হয়। গতকালের অভিযানে নদীর জায়গা ভরাট করে গড়ে ওঠা দুটি তিনতলা পাকা বিল্ডিং, দুটি একতলা পাকা বিল্ডিং, ১৬টি সেমি পাকা ভবন, একটি দুইতলা টিনশেড, ৫টি টিনশেড ও দুটি পাকা দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দেড় একর তীরভূমি উদ্ধার হয়।

সর্বশেষ খবর