সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ

করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। গত এক সপ্তাহে ২ হাজার ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছে। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সংক্রমণ বেড়েছে প্রায় ৬০ শতাংশ। বেড়েছে মৃত্যুও। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন।

এদিকে সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় ৫৫৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, যা ৮৩ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এক দিনে এর চেয়ে বেশি ৫৯৯ জন রোগী  শনাক্তের খবর দেওয়া হয়েছিল গত ১১ অক্টোবর। গত এক দিনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২.৯১ শতাংশ, যা ৮৭ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি ২.৯৭ শতাংশ শনাক্ত হারের খবর এসেছিল গত ৭ অক্টোবর। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ জন।

 রোবেদ আমিন বলেন, ধারণা করা হচ্ছে ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে। গত ২৭ ডিসেম্বরের পর থেকে টানা ২ শতাংশের ওপরে রয়েছে শনাক্তের হার। প্রায় প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। এজন্য সবাইকে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৭৭ জন।

সর্বশেষ খবর