শিরোনাম
মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঘরের ভিতরে-বাইরে মাস্ক পরে থাকতে হবে

-ড. আতিক রহমান

ঘরের ভিতরে-বাইরে মাস্ক পরে থাকতে হবে

বায়ুদূষণ বলতে এখন যা দেখতে পাচ্ছি সেটি আসলে ধুলা এবং অতিক্ষুদ্র কণা, যা বাতাসে উড়ে বেড়ায়। শহরে যে ধুলা উড়ে বেড়াচ্ছে তা বৃষ্টি বা পানির মাধ্যমে সরানোর কোনো উপায় নেই। ঢাকার আশপাশে আমাদের নদীগুলোও ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এর ফলে ধুলা আটকানোর মতো কোনো ব্যবস্থাও এখন নেই। এতে বায়ুদূষণ বেড়েই চলেছে। এ জন্য সবাইকে ঘরের ভিতরে ও বাইরে মাস্ক পরে থাকতে হবে। আন্তর্জাতিক খ্যাতিমান পরিবেশবিদ ড. আতিক রহমান বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এসব কথা বলেন। তিনি বলেন, বস্তি এলাকায় রান্নাঘরে কাঠ পুড়িয়ে যে রান্না হচ্ছে তার কিছু কয়লা হয়, কিছু হয় ধুলা। এভাবেই ঢাকায় ধুলা তৈরি হচ্ছে। আবার ঢাকায়  ধুলা ও মানুষ বেশি। ঢাকায় কয়েক মাইল হাঁটার মতো ফাঁকা জায়গা এখন হাতে গোনা। আবার গাছের যে পাতায় ধুলা জমবে সে পাতা আগে থেকেই ধুলায় ঢাকা পড়েছে। নতুন করে সেখানে আর ধুলা জমার জায়গা নেই। আমাদের প্রধান সড়কগুলোতে যে স্থান থেকে রাস্তাঘাটে ধুলা বেশি ছড়ায় সেখানে সকাল-বিকাল অন্তত দুবার পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে ধুলা কিছুটা হলেও পড়ে যাবে। কিন্তু এই পানি ছিটানোর জন্য নির্দিষ্ট ট্রাক থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পানি ছিটাতে দেখা যায় না। আপাতত পানি ছিটানো ছাড়া আমি এই ধুলা কমানোর অন্য আর কোনো উপায়ও দেখছি না। ঢাকার জনসংখ্যার ঘনত্ব, সঠিক পরিকল্পনার অভাবের কারণে বায়ুদূষণও রোধ করা যাচ্ছে না।

সর্বশেষ খবর