মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দূষণ রোধে বাস্তবায়নকারী সংস্থার ভূমিকা দুর্বল

-আবু নাসের খান

দূষণ রোধে বাস্তবায়নকারী সংস্থার ভূমিকা দুর্বল

বায়ুদূষণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য মহৎ থাকলেও এর বাস্তবায়নকারী সংস্থাগুলোর ভূমিকা দুর্বল। আবার তৃতীয় বিশ্বের দেশগুলোর বিভিন্ন রেগুলেটরি অথরিটি, যেমন বায়ুদূষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও খুব দুর্বল। পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান (পবা) আবু নাসের খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। আবু নাসের খান বলেন, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঠিকই হচ্ছে। অনেক কল-কারখানা ও বাড়িঘর তৈরি করা হচ্ছে। কিন্তু জীবনযাপনের মান কমে যাচ্ছে। আর এর মূল কারণই হচ্ছে বায়ুদূষণ। আর্থিক সমৃদ্ধির চেয়ে যে গুণগতসম্পন্ন জীবনের তাৎপর্য অনেক, আমাদের এই উপলব্ধি এখনো হয়নি। ঢাকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বস্তিতে বাস করে। তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আর এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে ভবিষ্যতের চিন্তাও করা যাবে না।

তিনি বলেন, আমাদের অধিকাংশ কারখানা ব্যাপকভাবে দূষিত হচ্ছে। আর ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার পরিবর্তন না হলে এর থেকে উত্তরণ ঘটবে না। বাংলাদেশে দূষিত কারখানার সংখ্যাই বেশি। যেহেতু আমাদের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা প্রয়োজন এ জন্য আমাদের শিল্প-কারখানাগুলোর বেশির ভাগই দূষণের সঙ্গে জড়িত। গার্মেন্টের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার ও মালিকরা ব্যয় বহন করলেও দূষণ কমিয়ে আনতে তেমন কিছু করতে দেখা যায় না। আবার শিল্পপতিরাও এখানে যতটা কার্যকর ভূমিকা রাখতে পারতেন তারা রাখছেন না।

সর্বশেষ খবর