বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

তৈমূরের প্রত্যাহার কৌশল হতে পারে : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তৈমূরের প্রত্যাহার কৌশল হতে পারে : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলমের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি প্রসঙ্গে বলেন, ‘এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি। তিনি আমার প্রতিদ্বন্দ্বী। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়ব।’ গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গণসংযোগ শুরু করেন আইভী। এ সময় তিনি সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নিজ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান সম্পর্কে বলেন, ‘তিনি একজন মাননীয় এমপি। উনি ইচ্ছা করলেও আসতে পারবেন না।’

সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘স্থানীয় সরকারে কাজ করতে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে কখনো বিভাজন ছিল না। তৃণমূল সব সময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিল না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সবাই শেখ হাসিনার কর্মী।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।’

এদিকে আইভীর পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগ সভাপতি হা?বিবুর রহমান রিয়াদকে ক্র্যাচে ভর দিয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গতকাল সকা?ল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ নম্বর রেলগেট এলাকা থে?কে শুরু ক?রে ফলপ?ট্টি, ১ নম্বর রেলগেট, বন্দর ঘাটসহ বি?ভিন্ন স্থা?নে গণসং?যোগ ক?রেন তারা।

ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার : এদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে গোয়েন্দা সংস্থার লোক (ডিজিএফআই) পরিচয়ে চাঁদা দাবি করা সেই যুবক গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে এ ব্যাপারে তৈমূর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছিলেন। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ওই যুবকের নাম মো. সুমন (৩৬) ওরফে চিত্তরঞ্জন দাস। তিনি কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরের রঞ্জন চন্দ্র দাসের ছেলে। বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসন কঠোর থাকবে। কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে সহিংসতা করার। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার নাম-সাইনবোর্ড কিছু দেখব না। শতভাগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমরা মাঠে কাজ করছি।’

আইভী ও ডিসি-এসপি দেড় ঘণ্টা বৈঠক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের মধ্যে বৈঠকে হয়েছে। গতকাল বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা জেলা প্রশাসকের রুমে ওই বৈঠক চলে। 

বৈঠক শেষে বের হওয়ার সময় সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকর্মীদের জানান, এটি রুটিনমাফিক বৈঠক। এর বেশি তিনি কিছু বলতে চাননি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, এরকম বৈঠক সব প্রার্থীর সঙ্গে হচ্ছে এবং হবে। নির্বাচনী আচারণবিধি ও নীতিমালা মেনে চলা-এসব বিষয় নিয়েই প্রার্থীদের সঙ্গে বৈঠক চলছে। এটি একটি চলমান রুটিনমাফিক প্রক্রিয়া। আজও (বুধবার) অন্য প্রার্থীর সঙ্গে এভাবেই বৈঠক হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর