বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যগামীদের ভাড়া অবশেষে কমাল বিমান

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির ফ্লাইটের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মধ্যপ্রাচ্যগামী এসব ফ্লাইটের নতুন ভাড়া ১৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে নতুন নির্ধারিত ভাড়াও আগের তুলনায় বেশি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-জেদ্দা গন্তব্যে ইকোনমি ক্লাসের প্রতি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা। এটি কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে। ঢাকা-দুবাই গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-আবুধাবি গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস দুয়েক আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের ভাড়া লাগামহীনভাবে বাড়ানো হয়েছে। এতে ক্ষুব্ধ ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশি কর্মীরা। এই ভাড়া কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছিল অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রবাসীদের এই  মাত্রাতিরিক্ত ভাড়ার ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর