বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নৈশপ্রহরীর হাত-পা বেঁধে মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে নৈশপ্রহরীর চোখ-হাত-পা বেঁধে ট্রাকে ভরে মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাজারের নীলখোলা মার্কেটে মালামাল লুট হয়েছে।

গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে একটি ট্রাকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা টরকী বাজারে প্রবেশ করে। তারা ওই বাজারের নীলখোলা মার্কেটের নৈশপ্রহরী আহম্মদ বেপারীর হাত-পা বেঁধে দুটি টাইলসের দোকান ও ব্যাটারির দোকানসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং চারটি গুদামের তালা ভেঙে নগদ ৩ লক্ষাধিক টাকা ও যাবতীয় মালামাল লুট করে নেয়। নৈশপ্রহরী আহম্মদ বেপারী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা প্রথমে তার মুখ বেঁধে ফেলে। পরে তারা তার হাত-পা বেঁধে তালা ভেঙে ওই দোকান এবং গোডাউনের মালামাল লুট করে। একই রাতে ওই উপজেলার টরকী হজরত মল্লিক দূত কুমার পীরের মাজার মাদরাসা অফিসের তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ ২৫ হাজার টাকা চুরি করে। ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ভাইস চেয়ারম্যানের দোকান থেকে একটি ডেক্সটপ এবং দুটি ব্যাটারি নিয়েছে। আরেকটি মাদরাসা থেকে ২৫ হাজার টাকা চুরি হয়েছে। কোনো গুদামে চুরির আলামত নেই। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান ওসি।

সর্বশেষ খবর