বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

ধান খেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ধান খেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষকের খেতে স্থানীয়রা এটিকে দেখতে পায়। খবর পেয়ে বন কর্মীরা ক্ষুধার্ত এ শকুনটিকে উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদরাসায় যাচ্ছিল। এ সময় একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জ্বল  হোসেন ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে বিট অফিসে নিয়ে যান। ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জ্বল হোসেন বলেন, শকুনটি ক্ষুধার্ত ও অসুস্থ। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগির মাংস ও স্যালাইন খাওয়ানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। বর্তমানে শকুনটি তার তত্ত্বাবধানে রয়েছে বলে তিনি জানিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী কর্মকর্তা সুভাশিষ বলেন, শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু এটি ক্ষুধার্ত তাই খাবারের ব্যবস্থার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম বলেন, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে। তাই এটিকে প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। পরে একে বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

সর্বশেষ খবর