শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আইন প্রয়োগ না হলে দূষণ কমবে না

ড. আদিল মুহাম্মদ খান

আইন প্রয়োগ না হলে দূষণ কমবে না

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, বায়ুর মানের কারণে আমাদের যে পরিমান স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, সরকারি পর্যায়ে সেভাবে বিষয়টা আমলে নেওয়া হচ্ছে না। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো একদমই অকার্যকর ভূমিকা পালন করছে। যারা দূষণ ঘটাচ্ছে, ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় বা শিল্প-কারখানা, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। দূষণ বন্ধে আইন আছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আর যতদিন জনস্বাস্থ্যের জন্য যারা ঝুঁকি তৈরি করছে তাদের শাস্তির আওতায় না আনা যাবে ততদিন দূষণ বন্ধ হবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ফেলো ও সাবেক সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ খান বলেন, প্রতিটি শহরের একটা ভার বহনের নির্দিষ্ট ক্ষমতা থাকে। ঢাকায় অবকাঠামো তিনগুণের বেশি হয়ে গেছে। এ উন্নয়নকে যখন অনুমোদন দেওয়া হয়েছে তখন সবুজ এলাকা ও জলাশয় রক্ষার বিষয়টি আমলে নেওয়া হয়নি। নগরে ২০-২৫ ভাগ সবুজ থাকা উচিত। এগুলো আমাদের পরিবেশগত ভারসাম্য তৈরি করত। এখন ঢাকায় অনেকগুলো বড় প্রকল্প চলছে, ব্যক্তিগত নির্মাণকাজ চলছে, ইটভাটার দূষণ আছেই, সম্প্রতি গাড়ির ধোঁয়ার দূষণ বেড়েছে। কোনোভাবেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। কোনো উন্নয়ন প্রকল্পে বা নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। অথচ আইন অনুযায়ী ধুলা নিয়ন্ত্রণ করেই কাজ করার কথা। শহরের মধ্য দিয়ে উন্মুক্ত ট্রাকে বালু নিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। অথচ এসব বালু ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার কথা। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে দূষণ ঘটছে। এগুলো বন্ধ করতে কর্তৃপক্ষের নজরদারি অত্যন্ত দুর্বল।

সর্বশেষ খবর