শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চরম উত্তেজনা, শীর্ষ তিন নেতা পুলিশ হেফাজতে

আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ স্থলেই পাল্টা সমাবেশ ডেকেছে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ আজ। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় এ সমাবেশের ডাক দেওয়া হয়। গত সপ্তাহে জেলা বিএনপি এ সমাবেশ আহ্বান করে। এরই মধ্যে জেলা ছাত্রলীগও একই দিনে, একই স্থানে বেলা ৩টায় তাদের

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের ডাক দেয়। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপির সমাবেশের আগের দিন গতকাল দুপুরে জেলার তিন শীর্ষ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন এর সত্যতা স্বীকার করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, তাদের সমাবেশের জন্য শহরের তিনটি জায়গা নির্ধারণ করা হয়। এগুলো হচ্ছে- পৌর মুক্তমঞ্চ, টেংকের পাড় (লোকনাথ দিঘি) ও ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকা। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়। এর পরপরই তারা প্রচার-প্রচারণা চালান। জেলা ছাত্রলীগ একই স্থানে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ছাত্র জমায়েতের আয়োজন করে। এ নিয়ে শহরে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। জেলা বিএনপি তাদের সমাবেশ সফল করতে বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছে। ছাত্রলীগও সভা করতে মরিয়া। এ নিয়ে গতকাল শহরের বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়। অন্যদিকে জেলা বিএনপির শীর্ষ তিন নেতা জেলা আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম সিরাজকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর পাওয়া যায়। এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সেখানে ছাত্র সমাবেশ আহ্বান করেছি।’ 

১৪৪ ধারা জারি : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর