রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন ঘিরে মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য আর বিবৃতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মহানগর। শুধু প্রার্থীদের নিয়েই নয়, কয়েকজন এমপিকে নিয়েও প্রার্থীদের উচ্চারণ ও মন্তব্যে গোটা নারায়ণগঞ্জে মানুষের কৌতূহল বেড়েই চলেছে। কে কখন কী অভিযোগ করেন, অভিযোগের উত্তরে কী বক্তব্য আসতে পারে সেসব নিয়েও উত্তপ্ত কথাবার্তা বলছেন নাসিকের অধিবাসীরা। শামীম ওসমান সংসদ সদস্য হওয়ায় এ নির্বাচনে তার কোনো প্রকাশ্য ভূমিকা নেই। তবুও তাকে নিয়ে, তার ভূমিকা সম্পর্কে নানা মুখরোচক গুঞ্জন শোনা যায়। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীও সরাসরি অভিযোগ তুলছেন শামীমের বিরুদ্ধে। গতকাল তিনি বলেছেন, তৈমূর জনগণ বা বিএনপির প্রার্থী নন; তিনি  হচ্ছেন দন্তহীন গডফাদার শামীম ওসমানের প্রার্থী। আইভী ‘গডফাদারদের বিতাড়নের জন্য’ ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। আইভীর তির্যক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৈমূর গতকাল বলেন, তিনি শামীম ওসমানের পায়ে হাঁটেন না। শামীম যখন তোলারাম কলেজের ছাত্রনেতা ও ভিপি তখন ডাকসাইটে শ্রমিক নেতা। তৈমূর বলেন, আইভীকে যদি তার দলের নেতা-কর্মীরা সমর্থন না দেন তাতে তার কী দোষ! এদিকে, গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ এক ঘোষণায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি বিলোপ করেছে। বলা হয়েছে, এ কমিটি মেয়াদোত্তীর্ণ, তাই বিলুপ্ত করা হলো।  মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ জানান, এ কমিটি ২০১৮ সালে গঠিত হয়। পূর্ণাঙ্গ কমিটি হয় ২০১৯ সালে। ছাত্রলীগ কমিটি বাতিল হওয়ার পর নগরীতে গুঞ্জন উঠেছে- কমিটির নেতাদের বৃহৎ অংশ আইভীর বিপক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ কঠোর সিদ্ধান্ত নিয়ে ‘হঠাৎ’ বিলুপ্তির ঘোষণা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর