রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তৈমূর গডফাদার শামীম ওসমানের প্রার্থী : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তৈমূর গডফাদার শামীম ওসমানের প্রার্থী : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর আলম খন্দকার জনগণ, স্বতন্ত্র, নাগরিকদের কিংবা বিএনপির প্রার্থী নন। তিনি হলেন দন্তহীন গডফাদার শামীম ওসমানের প্রার্থী। আইভী গতকাল ২৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে প্রচারণা করেছেন এমপি সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান। এতে গোটা নারায়ণগঞ্জে এত দিন যে গুঞ্জন ছিল- তৈমূর শামীম ওসমানের প্রার্থী, তা প্রমাণিত হয়েছে। শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমূর আলম। তিনি জনতা কিংবা বিএনপির প্রার্থী নন।’

শামীম ওসমানের ভূমিকায় আওয়ামী লীগের দ্বন্দ্ব স্পষ্ট হলো কি না- জানতে চাইলে আইভী বলেন, ‘দলের দ্বন্দ্ব স্পষ্ট হলো কি না জানি না। দলীয় হাইকমান্ড আমার সঙ্গে আছেন। প্রত্যেক ওয়ার্ডের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। একমাত্র তিনি হয়তো বাইরে গিয়ে তাঁর (শামীম ওসমান) লোকজনকে প্রোভাইড করছেন।’

সাংবাদিকরা প্রশ্ন করেন, বিষয়টি হাইকমান্ডকে জানাবেন? জবাবে আইভী বলেন, ‘হাইকমান্ড সব দেখছেন। এখানে অনুষ্ঠান হয়েছে। পত্রপত্রিকায় এসেছে। এটা হাইকমান্ড দেখবেন। তারা দেখছেন ও দেখবেন। আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই- আমি জনতার সঙ্গে। জনতাই আমার শক্তি। দল আমার মনোবল। সব মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না।’

ভোটারদের প্রতি আপনার কোনো আহ্বান আছে- প্রশ্ন করলে আইভী বলেন, ‘তৈমূর যদি বিএনপি প্রার্থী হতেন তাঁর মার্কা হতো ধানের শীষ। তিনি মূলত দন্তহীন গডফাদার শামীম ওসমানের প্রার্থী। এই গডফাদার আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়। ২০১৬ সালে শামীম ওসমান আমার বিরুদ্ধে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পক্ষে কাজ করেছেন। তখন তিনি কেন্দ্র দখল করে নৌকার বিরুদ্ধে কাজ করেন। তিনি কীসের আওয়ামী লীগার? তিনি তো সুবিধাবাদী। তাই সবার কাছে আহ্বান- আসুন দন্তহীন গডফাদারদের বিতাড়িত করি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর