শিরোনাম
রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ পিলারের ১-এস এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে সালাউদ্দীনও (৩০) গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে তারা গরু নিয়ে গতকাল ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত জওয়ানরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও সালাউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দীনের মৃতদেহ ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

সাপাহারের হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার আবদুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর