রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিয়ন্ত্রণ হারাল বাস, দুই পথচারীর মৃত্যু, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারালে এর চাপায় দুই পথচারীর মৃত্যু হয়। তারা হলেন শেখ ফরিদ (২৯) ও বাদশা আলী (৩৮)। গতকাল সকাল পৌনে ১০টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঠিক নিচেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে পড়ে বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-১৬৮০)। একই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইলিয়াস, সুজিত, আল আমিন, ওমর শরীফ, দেলোয়ার হোসেন ও রিহাদ। এদের মধ্যে ইলিয়াসের অবস্থা গুরুতর। এদিকে এ ঘটনায় বাসটির চালক মো. রাকিবকে গুলিস্তান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। জানা গেছে, নিহত শেখ ফরিদের বাবার নাম আবদুল মালেক। তার বাড়ি লক্ষ্মীপুর সদর থানার চরফলকন গ্রামে। তিনি নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় থাকতেন। ওই এলাকায় ভ্যানে করে চিংড়ি ভাজি বিক্রি করতেন। তার ভাই শাকিল জানান, গতকাল সকালে তিনি চিংড়ি মাছ কিনতে ঢাকায় এসেছিলেন। চিংড়ি কিনে নারায়ণগঞ্জে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে ফরিদ পঞ্চম। এক সন্তানের জনক ছিলেন শেখ ফরিদ। এ ছাড়া বাদশা আলীর বাবার নাম সাইফুল ইসলাম। বাড়ি বগুড়া সদর থানার চারমাথা এলাকায়। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন এবং নিউমার্কেটে টেইলারিংয়ের কাজ করতেন। বাদশার ভাই আলমগীর আলী জানান, শনিবার সকালে নিউমার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন বাদশা। এরপর তিনি দুর্ঘটনায় মারা যান। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, গুলিস্তানে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। সকাল পৌনে ১০টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান। মৃতদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত আল আমিন জানান, তার বাসা শনির আখড়ায়। সকালে বিআরটিসির বাস থেকে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের পকেট গেটে নামেন। এরপর সড়কের এক পাশে হাঁটছিলেন। একটু পরেই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কা দেয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর