সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
গুলিস্তানে দুই পথচারীর মৃত্যু

বাস চালানোর লাইসেন্স ছিল না রাকিবের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে দুজন পথচারীকে চাপা দেওয়া মেঘলা পরিবহনের সেই বাসের চালক মো. রাকিব শরিফের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। হালকা গাড়ির লাইসেন্স নিয়েই রাকিব ১৫ দিন আগে মালিক সবুরের কাছ থেকে বাস নিয়ে চালানো শুরু করেন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, রাকিব সাত থেকে আট বছর মেঘলা পরিবহনের গাড়ির চালকের সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ২০১৯ সালে তিনি হালকা মোটরযান চালনার লাইসেন্স নেন। ১৫ দিন আগে প্রতিদিন ২ হাজার ২৫০ টাকার চুক্তিতে গাড়িটি তিনি মালিকের কাছ থেকে নেন। যে গাড়িটি চালাতেন, সেটির ব্রেকে সমস্যা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রাকিব।

এর আগে শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে দুজনের মৃত্যু হয়, আহত হন ১২ জন। এরপর রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে ওই বাসের চালক রাকিবকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর