শিরোনাম
সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ভুরুঙ্গামারী সীমান্ত

যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। যুবকের নাম শাকিল (২০)। পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে বলে জানা গেছে। গতকাল ভোরে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস্যরা ওই যুবককে আটক করে নিয়ে যায় বলে জানা যায়। তবে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বিষয়টি শুনেছেন বলে স্বীকার করলেও এখনো তা পুরোপুরি নিশ্চিত করতে পারেননি বলে জানান। তিনি জানান, আমরা অফিশিয়ালি বার্তা পাঠালেও এখনো কোনো উত্তর পাইনি। সীমান্তের এলাকাবাসী জানান, গতকাল ভোরে কয়েকজন পাথরডুবির ওই সীমান্তের সীমানা পিলার ৯৭৬/৬ এস থেকে প্রায় দেড়শ’ গজ ভারতের ভিতরে ধলবাড়ি নামক স্থানে ঢুকে পড়ে। এ সময় ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত দলের সদস্যরা তাদের দেখে ধাওয়া করেন।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও শাকিল বিএসএফের হাতে ধরা পড়েন। পরে তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে এলাকাবাসী জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর