সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় গত শুক্রবার পারিবারিক বিরোধে বাংলাদেশি শ্যন সরকার (২১) নিহত হয়েছেন। তাকে তার বড় ভাই ছুরিকাঘাত করার পর রক্তক্ষরণে তিনি মারা যান। পুলিশ জানায়, ২৪ বছর বয়সী বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে মারা যান শ্যন সরকার। এদিকে ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় বড় ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আবদুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু গ্রিনকার্ড পাননি এখন পর্যন্ত। স্ত্রী এবং নিউইয়র্কে জন্মগ্রহণকারী তিন  ছেলে নিয়ে ৪৪১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত অ্যাপার্টমেন্টে বাস করেন আবদুস সালাম। প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শ্যন সরকার হাইস্কুল পাস করতে পারেননি। মাদকাসক্ত হয়ে পড়েছেন। মাঝে মধ্যেই তিনি মাতাল হয়ে বাসায় ফিরেই মা-কে অকথ্য ভাষায় গালাগালি ছাড়াও মারধর করেন। গত শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শ্যন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করেন বড় ছেলে। তা দেখে শ্যন সরকার এগিয়ে যান। তখন কিচেন থেকে ছুরি এনে শ্যন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করে বড় ভাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর