মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এক দিনে শনাক্ত রোগী বাড়ল ৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

এক দিনে শনাক্ত রোগী বাড়ল ৫০ শতাংশ

এক দিনে শনাক্ত কভিড রোগীর সংখ্যা এক ধাক্কায় বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। সেই সঙ্গে দৈনিক শনাক্তের হার ছাড়িয়ে গেছে সাড়ে ৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৩১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। গত বছরের ১০ সেপ্টেম্বর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল, সেদিন ২ হাজার ৩২৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর ২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল সবশেষ গত ১৪ সেপ্টেম্বর।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯০৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ১০৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

গত এক দিনে দেশে মোট ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ৭৮ শতাংশ ছিল। এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল। সেদিন প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৮ দশমিক ৬৫ জনের কভিড পজিটিভ এসেছিল।

গত বছরের জুলাই-আগস্ট করোনার সর্বোচ্চ তান্ডব চলে দেশে। এরপর সংক্রমণ কমে বছরের শেষ দিকে শনাক্তের হার দুই শতাংশের নিচে নামে। এরমধ্যে সারা বিশ্বে শুরু হয় করোনার নতুন ধরন ওমিক্রনের তা ব। ডিসেম্বরের মাঝামাঝি দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। গত এক সপ্তাহে দেশে মোট ৭ হাজার ২৩৪ জন কভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ২১৩ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১২৫ দশমিক ১ শতাংশ। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২০৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন। গত সাত দিনে মারা গেছেন আরও ২৫ জন, আগের সপ্তাহে কভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১৭ জন। অর্থাৎ, এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা ৪৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। যে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে, তারা সবাই পুরুষ। তাদের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের দুজন ঢাকা বিভাগের একজন রাজশাহী  বিভাগের বাসিন্দা ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর