মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
লঞ্চে সাংবাদিক নির্যাতন

২৪ ঘণ্টায়ও দৃশ্যমান পদক্ষেপ নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নদীবন্দরে এমভি সুরভী-৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গত ২৪ ঘণ্টায়ও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে সাংবাদিক নির্যাতনের স্পষ্ট প্রমাণ থাকার পরও পুলিশি তদন্তের নামে সময় ক্ষেপণের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

এদিকে নিগৃহীত সাংবাদিকদের প্রতি গতকাল সমবেদনা জানিয়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সুরভী নেভিগেশন কর্তৃপক্ষ। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত সুরভী নেভিগেশনের ম্যানেজার মিজানুর রহমানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তারা। রবিবার বরিশাল নদীবন্দরে ঢাকা থেকে আগত সুরভী-৯ লঞ্চে শ্রমিকদের হাতে যাত্রী নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার মিদুল ইসলাম মোহন দেওয়ান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন রুহুল আমীন মারধরের শিকার হন। এ ঘটনায় তৎক্ষণাৎ লঞ্চের অভিযুক্ত ম্যানেজার মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন সুরভী কর্তৃপক্ষ। এ ছাড়া ওই লঞ্চটির সাইলেন্সার পাইপ ত্রুটিমুক্ত না করা পর্যন্ত পরবর্তী যাত্রা বাতিল করেছেন। যাত্রী নির্যাতনের ঘটনায় বিআইডব্লিউটিএও ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় নির্যাতিত দুই সাংবাদিক রবিবার বিকালে কোতোয়ালি মডেল থানায় পৃথক অভিযোগ দিলেও গত ২৪ ঘণ্টায় কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। লঞ্চের সিসি ক্যামেরায় সাংবাদিক নির্যাতনের স্পষ্ট ভিডিও থাকলেও পুলিশ তদন্তের নামে সময় ক্ষেপণ করছে। গড়িমসি করছে ব্যবস্থা নিতে। তবে তদন্ত চলমান আছে বলে দাবি করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. আজিম-উল কবির। এদিকে নির্যাতনের শিকার দুই সাংবাদিককে নিয়ে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল দুপুরে প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেন সুরভী নেভিগেশনের পরিচালক রেজিন-উল কবির। এ সময় তিনি আবারও ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ওই দুই সাংবাদিকের প্রতি সমবেদনা জানান। সাময়িক বরখাস্ত ম্যানেজার মিজানকে স্থায়ী বরখাস্তসহ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সুখে-দুঃখে বরিশালের সাংবাদিকদের পাশে থাকার কথাও বলেন লঞ্চ ব্যবসায়ী রেজিন। সুরভী কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। তবে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আইনগত প্রতিকার পেতে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর