বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
চলছে জাতীয় পিঠা উৎসব

শিল্পকলায় মুদ্রা গ্রহণ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মুদ্রা গ্রহণ

আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত নাটকের চর্চাও করছে সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলন। বেশ কয়েকটি নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় এবার সংগঠনটি মঞ্চে এনেছে নতুন নাটক ‘মুদ্রা গ্রহণ’। এটি দলের নবম প্রযোজনার দ্বিতীয় মঞ্চায়ন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসবের মঞ্চে অনুষ্ঠিত হয় এই নাটকটির মঞ্চায়ন।

সাংবাদিক ও অভিনেতা নিথর মাহবুবের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও বাচিকশিল্পী মীর বরকত। মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে খাদ্য। অন্ন ছাড়া সবকিছু অচল চিরন্তন এই সত্যটি মানুষ যেন ভুলতে বসেছে। কৃষকদের পরিশ্রমে মাটিতে ফসল উৎপন্ন হয়। কিন্তু আধুনিক সমাজে সেই কৃষকরাই অবহেলিত। অধিক লাভের আশায় মানুষ কৃষি বাদ দিয়ে ব্যবসা-বাণিজ্যের দিকে ঝুঁকছে। ফসলি জমিতে গড়ে উঠেছে কলকারখানা। ন্যায়-নীতি, আদর্শ সব বিসর্জন দিয়ে মানুষ কেবল টাকার পিছনে ছুটছে। কিন্তু এ মুহূর্তে মুদ্রায় যদি গ্রহণ লাগে, কাগজের সব নোট যদি সাদা হয়ে যায়, তাহলে কী হতে পারে পরিস্থিতি এমন ঘটনা নিয়েই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবদুর রাজ্জাক, অপরেশ সাহা, সালাম খোকন, শফিকুল ইসলাম শফি, জে এম মারুফ সিদ্দিকী, রাজিয়া সুলতানা মুক্তা, অনুপমা আলম, আবদুল কাইয়ুম, সোহেল রানা, ইকবাল হোসেন, নূরে সাবাহ জ্যোতি, আবু সাঈদ, আলমগীর হোসেন খান, ইয়াকুব কিশোর ও আইভি ভূঁইয়া প্রমুখ। এর আগে নতুন বছর ২০২২ এর প্রথম দিন বিকালে ঢাকার মিরপুরের পাইকপাড়া সরকারি কলোনি সমিতি প্রাঙ্গণে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। আর আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নাটকটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর