বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
কর্মবিরতি পালন

বেতন বৃদ্ধির দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

বিভিন্ন দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের পিটুনিতে আহত হয়েছেন কারখানার দুই নিরাপত্তাকর্মী। গতকাল দুপুরে সাভার পৌর এলাকার উলাইলে প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, এইচআর টেক্সটাইল মিলস কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করেন। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বার্ষিক ইনক্রিমেন্ট ও বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা। এদিকে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানায় আসা শ্রমিক নেতারা জানান, প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতনের টাকা কম দিয়ে প্রতারণা করে আসছিল। কিন্তু নিরীহ শ্রমিকরা এ বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি। গতকাল শ্রমিকরা একজোট হয়ে প্রতিবাদ করেছেন। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বলেন, এখন ব্যস্ত আছি পরে কথা বলব।

সর্বশেষ খবর