বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইলিয়াসপত্নী লুনার প্রশ্ন

স্বামী কোথায় আছেন জানার অধিকারও কি নেই?

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

স্বামী কোথায় আছেন জানার অধিকারও কি নেই?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রভাবশালী রাজনীতিবিদ, নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলী গুমের ১০ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা তাকে ফিরে পাইনি। সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ইলিয়াস আলীকে আমরা ফিরে পাইনি। ‘স্বামী কোথায় আছেন, কেমন আছেন জানার অধিকারও কি আমার নেই?’ গতকাল বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লুনা আরও বলেন, সরকার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাঁর মৌলিক অধিকার বিদেশে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে রেখেছে। বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক তালেব আলীর সভাপতিত্বে ও আহেম নুরউদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আবদুল মন্নান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য জালাল উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর