শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

এবার প্রথম ঢাকার বাইরে পূর্বাচল উপশহরে চায়না-বাংলা এক্সিভিশন সেন্টারের স্থায়ী প্যাভিলিয়নে হচ্ছে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত ১ জানয়ারি মেলা উদ্বোধন হলে স্টলগুলো রেডি হতে সপ্তাহ সময় লেগে যায়। গতকাল মেলায় ছিল উপচেপড়া ভিড়। তবে বেশির ভাগ দর্শনার্থী মুখে মাস্ক পরে মেলায় এসেছিলেন। সকাল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। মেলা নিয়ে আশাবাদী স্টল মালিকরা। মেলায় ঢুকলে স্থায়ী প্যাভিলিয়নে প্রথমে চোখ পড়বে বঙ্গবন্ধু গ্যালারিতে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। এখানে সব শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখতে পাচ্ছেন। মেলার দর্শনার্থী সাহিবা সাহবুবা বলেন, বঙ্গবন্ধু গ্যালারির কারণে আমার বাচ্চারা বঙ্গবন্ধু সম্পর্কে সহজে জানতে পারছে। এ জন্য মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। স্থায়ী প্যাভিলিয়নে বিভিন্ন স্টলের পাশাপাশি মেলার বাইরেও বিভিন্ন স্টল ও খাবারের দোকান রয়েছে। মেলার প্রতিটি স্টলে ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য নেড়েচেড়ে দেখেন। পছন্দ হলে কেনেন। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও নানা কৌশল অবলম্বন করছেন। অনেকে মিষ্টি কথা আবার কেউ কেউ দিচ্ছেন মূল্যছাড়সহ নানারকম অফার। পণ্যের মধ্যে থাকছে ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর নানা সেবার নিশ্চয়তা। স্বর্ণালংকারের স্টলগুলোতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন মডেলের তৈরি ঝুমকা, কানের দুল, ডায়মন্ড কাট, লকেট, চেইন, চুড়ি, ব্রেসলেট ও দৃষ্টিনন্দন ফিঙ্গার রিংসহ রংবেরঙের জিনিসপত্র সুন্দর করে ডিসপ্লেতে রাখা। অনেক ক্রেতা সেখানে ভিড় করছেন। সাধ্যের মধ্যে হলে অনেকে তা কিনছেন। ঢাকা থেকে আগত হুমায়রা আনজুম ইউষা বলেন, এখানে এসে অনেক ভালো লাগছে। কিন্তু দাম কিছুটা বেশি হওয়ায় এখনো কিনিনি। তবে বাজেটের মধ্যে পড়লে নেব। অনেক দর্শনার্থী ক্লান্ত হয়ে মাঝে-মধ্যে মেলার সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপিত বিভিন্ন বেঞ্চে বসে বিশ্রাম নেন। অনেকে খাবারের দোকানে ভিড় করেন। এবারের মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে মেলায় ন্যায্যমূল্যে খাবারের বিশাল স্টল রয়েছে। এঁদের কেউ কেনাকাটা করেছেন আবার অনেকে করেননি। কারও হাতে একাধিক শপিং ব্যাগ আবার কারও হাত ফাঁকা। অনেকে আবার ছুটির দিন হওয়ায় বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন। কেনাকাটা নয়, বিনোদনই তাদের লক্ষ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিদেশি স্টলের পাশাপাশি দেশি কোম্পানির প্যাভিলিয়নের প্রতি আগ্রহ ছিল ক্রেতা-দর্শনার্থীদের। বিশাল পরিসরে এক জায়গায় নানা ধরনের পণ্য দেখার এবং কেনার সুযোগ পাচ্ছেন তারা। বিক্রেতারা বলছেন, দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের ব্যাপারে বেশ আগ্রহ আছে ক্রেতাদের। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রথম ছুটির দিন ছিল গতকাল শুক্রবার। এ জন্য সকাল থেকে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বলেন, ঢাকার বাইরে মেলা হওয়ায় দর্শনার্থী কমের আশঙ্কা ছিল। তবে গত শুক্র ও শনি এবং আজকে (গতকাল) মেলায় উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধির ব্যাপারে মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলায় দর্শনার্থীদের মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের মাস্ক নেই তাদের আমরা ফ্রি মাস্ক দিচ্ছি। এ ছাড়া মেলার ভিতরে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করতে ৪০ জন আনসার ও ৩০ জন স্কাউড সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

সর্বশেষ খবর