শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রভোস্ট কমিটির পদত্যাগ দাবিতে শাবি ছাত্রীদের আলটিমেটাম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ পুরো প্রভোস্ট কমিটির পদত্যাগ দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে হলের ছাত্রীরা। জানা যায়, গত বৃহস্পতিবার হলের বিভিন্ন সমস্যা সমাধান না করা, ছাত্রীদের প্রতি দায়িত্বহীনতা ও দুর্ব্যবহারের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনের সামনে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে ছাত্রীরা। পরে রাত আড়াইটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেবেন এবং গতকাল সকালে বসবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভকারী ছাত্রীরা সেখান থেকে চলে যায়। পরে গতকাল বেলা সাড়ে ১১টায় উপাচার্যের সঙ্গে ছাত্রীদের একটি প্রতিনিধি দল আলোচনায় বসে। ছাত্রীরা এ ব্যাপারে বলেন, আলোচনায় আমরা তিনটি দাবি তুলে ধরি। প্রভোস্ট কমিটির পদত্যাগ, হলের যাবতীয় সমস্যার সমাধান এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া। তবে প্রশাসন হলের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বললেও হল প্রভোস্টের পদত্যাগ নিয়ে কিছু বলেনি। বিকাল ৪টায় প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে এবং হল প্রভোস্ট কমিটির পদত্যাগ চেয়ে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দেয় বিক্ষোভকারী ছাত্রীরা। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রীরা । উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনে আহমেদ বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের অনেক দাবি ইতোমধ্যেই সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হবে। প্রভোস্ট জাফরিন করোনা আক্রান্ত হওয়ায় আমরা নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট দিয়েছি। তিনি হলেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক জোবেদা কনক খান।

সর্বশেষ খবর