সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সফিউদ্দীন শিল্পালয়ে চিত্র প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

সফিউদ্দীন শিল্পালয়ে চিত্র প্রদর্শনী

শিল্পী শাহনাজ সুলতানার শিল্পকর্ম নিয়ে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হলো ‘কালান্তর’ শীর্ষক চিত্র প্রদর্শনী। অ্যাক্রেলিক ও জলরঙে আঁকা ৩০টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। নারী ও প্রকৃতি, করোনাকালের ঘরবন্দি মানুষের টানাপোড়েন, কষ্ট এবং লড়াই ওঠে এসেছে চিত্রকর্মে। গতকাল বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও সাইফুল ইসলাম।

কে এম খালিদ বলেন, শিল্প সাধনায় আমাদের নারী সমাজের অবদান আমাদের গর্বিত করে। শিল্পী শাহনাজ সুলতানার শিল্পযাত্রা সামনে আরও সমৃদ্ধ হবে এটাই কামনা।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীর গ্যালারি। ২৩ জানুয়ারি শেষ হবে আট দিনের এই প্রদর্শনী।

সর্বশেষ খবর