সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এক দিনে শনাক্ত ফের ৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

এক দিনে শনাক্ত ফের ৫ হাজার ছাড়াল

লাগাম ছাড়াচ্ছে করোনা। ১৪৫ দিন পর আবারও ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এক দিনেই শনাক্ত রোগী বেড়েছে ৫১.৪৯ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দিনেই বেড়েছে ৩.৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২২২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। সবশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয় গত ২৪ আগস্ট। অন্যদিকে গত ১৭ আগস্টের পর ১৫২ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার ছিল গত ২৪ ঘণ্টায়। আগের দিন এই হার ছিল ১৪.৩৫ শতাংশ। গত ১৫ জানুয়ারি ৩ হাজার ৪৪৭ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। এক দিনের ব্যবধানে শনাক্ত রোগী বেড়েছে ১ হাজার ৭৭৫ জন বা ৫১.৪৯ শতাংশ।

গত এক দিনে করোনায় মারা গেছেন আটজন। সুস্থ হয়ে উঠেছেন ২৯৩ জন।

 গতকাল পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। প্রাণ গেছে ২৮ হাজার ১৪৪ জনের।

সর্বশেষ খবর