শিরোনাম
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুক্তিপণে ছাড়া পেল ২২ জেলে, খোঁজ নেই মাঝির

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

অবশেষে ৫ লাখ টাকার জায়গায় ২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন অপহরণ হওয়া ২৩ জেলের মধ্যে ২২ জন। গতকাল দুপুরে তারা বাড়ি ফিরেছেন। এর দুই দিন আগে জলদস্যুরা বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তাদের ট্রলারসহ অপহরণ করেছিল। তবে এখনো খোঁজ মেলেনি অপর জেলের, যিনি ওই ট্রলারটির চালক ছিলেন। ছাড়া পাওয়া জেলেরা হলেন আবুল কালাম, সবুজ, জাকির, জাহের, বশিরসহ ২২ জন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে গত শনিবার রাতে বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকার করছিলেন। রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের জলদস্যুর দল জেলেদের অপহরণ করে নিয়ে যায়। ওইদিন দুপুর ১টার দিকে জলদস্যুদের তরফ থেকে ট্রলার মালিকের কাছে কয়েক দফায় মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর রবিবার রাতে ট্রলার মালিক মাহফুজ মিয়া অনেক অনুনয়-বিনয় করে ২ লাখ টাকা দেওয়ার পর জলদস্যুরা ট্রলারসহ ২২ জেলেকে ছেড়ে দিয়েছে। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনকে ফেরত পাওয়া যায়নি। ছাড়া পাওয়া জেলেরা জানিয়েছে, তাকে জলদস্যুরা সাগরে ফেলে দিয়েছে। এ তথ্য অনুযায়ী, সাগরে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্তও তার খোঁজ মেলেনি।

সর্বশেষ খবর