বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আত্মহত্যা নাকি হত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের সঙ্গে অভিমান করে সাথী (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। অন্যদিকে নিহতের পরিবারের দাবি, বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক হৃদয় তাকে বিষপ্রয়োগ করে হত্যা করেছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক হৃদয়কে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াপাড়া গ্রামের সাথী আক্তার   কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দুই বছর ধরে তার প্রেম ছিল পাশের বাড়ির কমু শেখের বখাটে ছেলে হৃদয়ের সঙ্গে। ঘটনার সময় সাথী আক্তার প্রেমিকের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। হৃদয় বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে। নিহতের মা নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিয়ের কথা তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন তাকে জোর করে বিষাক্ত দ্রব্য (কেড়ির ট্যাবলেট) খাওয়ায়। এ সংবাদ পেয়ে সাথী আক্তারের বাড়ির লোকজন তাকে প্রেমিকের বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা যাওয়ার পথে রাতেই সাথী আক্তার মারা যায়। নিহতের পিতার নাম ইয়াজুল। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর