শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চিরনিদ্রায় শায়িত কাজী আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

চিরনিদ্রায় শায়িত কাজী আনোয়ার

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন পাঠকসমাদৃত থ্রিলার সিরিজ  ‘মাসুদ রানা’র লেখক ও সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন। মৃত্যুর পর তাঁর লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনের ফ্রিজিং ভ্যানে রাখা হয়। গতকাল সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচার বাসা ও সেবা প্রকাশনীতে আনা হয় লাশ। প্রিয় লেখককে শেষবারের মতো দেখার জন্য বাসভবনে ভিড় করেন অনেক লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও স্বজন। প্রিয় মানুষকে হারানোর শোকে এ সময় অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। বাদ জোহর সেগুনবাগিচা জামে মসজিদে নামাজে জানাজার পর বাদ আসর বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। বুধবার বিকাল ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই লেখক। কাজী আনোয়ার হোসেন ছিলেন একাধারে লেখক, অনুবাদক, গায়ক ও প্রকাশক। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক মেয়ে, দুই ছেলে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন কাজী আনোয়ার হোসেন। পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। তাঁর পিতা প্রখ্যাত সাহিত্যিক কাজী মোতাহার হোসেন ও মাতা সাজেদা খাতুন। তাঁর তিন বোন সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। এরপর বেতারে নিয়মিত গান গাইতে শুরু করেন। ১৯৬২ সালে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনকে বিয়ে করেন কাজী আনোয়ার হোসেন। ১৯৬৩ সালের মে মাসে বাবার দেওয়া ১০ হাজার টাকা ও দুজন কর্মচারী নিয়ে সেগুনবাগিচায় প্রেসের ব্যবসা শুরু করেন।

পরবর্তীকালে যার নাম পাল্টে হয় ‘সেবা প্রকাশনী’। কাজী আনোয়ার হোসেন ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামের গুপ্তচর চরিত্র সৃষ্টি করেন। তাঁর এ থ্রিলার সিরিজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

সর্বশেষ খবর