শিরোনাম
শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় জাতীয় নৃত্য উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় জাতীয় নৃত্য উৎসব শুরু

নাচের ছন্দে আর তার আবহ সংগীতে ফুটে উঠেছিল মহান মুক্তিযুদ্ধ এবং এর মহান কারিগর বঙ্গবন্ধুর বীরত্ব আর আত্মত্যাগ। শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তুলে ধরা এই নৃত্যকলায় বিমোহিত হয় দর্শকরা।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব। ‘ড্যান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির আওতায় এ নৃত্য উৎসবের আয়োজন করে শিল্পকলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। ৭৫টি নৃত্যদলের অংশগ্রহণে প্রতিদিন বিকাল ৪টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। কাল শনিবার শেষ হবে তিন দিনের এ নৃত্য উৎসব।

 

সর্বশেষ খবর