শিরোনাম
সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রশ্নপত্র ফাঁস

আওয়ামী লীগ থেকে বহিষ্কার সেই ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে ঢাকায় গ্রেফতার বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদে ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতিতে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রুপা জড়িত থাকার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে।  যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এহেন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। জানা যায়,  সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল ও কাকরাইল এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ইয়ার ডিভাইস, মাস্টার কার্ড, মোবাইল সিম, ব্যাংকের চেক পাঁচটি, সাতটি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ১০টি স্মার্টফোন, বাটন মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নপত্র তিন সেট উদ্ধার করা হয়। গ্রেফতার ১০ জনের মধ্যে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও দুপচাচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর