মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের মূল্য কমাতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের অযৌক্তিক দুই থেকে তিন গুণ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা। সেই সঙ্গে তারা মালয়েশিয়ার শ্রমবাজার সব এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের সমস্যা সমাধানে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা প্রস্তাবনা তুলে ধরেন। তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোকে চাহিদা অনুযায়ী দ্রুত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট   আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে। বাংলাদেশকে ওপেন স্কাই ঘোষণা ও বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে আমন্ত্রণ জানিয়ে সংকটের স্থায়ী সমাধান করতে হবে এবং বাংলাদেশ বিমানসহ সব বৈদেশিক এয়ারলাইন্সগুলোকে যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারির আওতায় এনে দুই থেকে তিনগুণ মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের (সিন্ডিকেট) দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ, বায়রা সদস্য কল্যাণ পরিষদ, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা, রিক্রুটিং এজেন্সিজ ওয়েলফেয়ার অরগানাইজেশন অব বাংলাদেশ, সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরাম, বায়রা গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, স্বাধীনতা রিক্রুটিং এজেন্সিজ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এম টিপু সুলতান, আরিফুর রহমান, লিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন, ড. মো. ফারুক, রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মাহমুদ, ফখরুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর