মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিরাজগঞ্জে প্রতারণার অভিযোগে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং শাইখ সিরাজ, কালের কণ্ঠের রেজা নূর ও দেশ টিভির ইলিয়াস আহমেদের পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় দুজন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া কবরস্থানের কাছে আবু শামীম মো. শাহরিয়ার আনোয়ার ওরফে ফিরোজ (৪৭) ও জুবায়ের হাসানকে (৩২) গোয়েন্দা পুলিশ গত রবিবার রাতে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল, বিকাশ সিমকার্ডসহ নগদ ২ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক শ্যামল কুমার দত্ত জানান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের কাছে গত ৭ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে তারা বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকের নাম ভাঙিয়ে ধর্ম সভা ও মসজিদ মাদরাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা চাইলে হোসেন আলী হাসান সরল বিশ্বাসে পর্যায়ক্রমে ৭৫ হাজার টাকা বিকাশ করেন। পরবর্তীতে যখন তিনি বিষয়টি প্রতারণা বুঝতে পারেন তখন তার ব্যক্তিগত সহকারী আবদুল আলিম লিমনকে দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় জিডি করেন। পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশে জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই প্রতারককে ধরে ফেলা হয়। তিনি আরও জানান, ফিরোজ ও জুবায়ের প্রায়ই বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা নিউজ ছাপানোর হুমকি দিতেন ও অকথ্য ভাষায় গালাগাল করতেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর