শিরোনাম
মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কিউকমের ২০ গ্রাহক টাকা ফেরত পেলেন

নিজস্ব প্রতিবেদক

বন্ধ হয়ে যাওয়া ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম-এর ২০ জন গ্রাহক তাদের আটকে থাকা অর্থ ফেরত পেয়েছেন। গতকাল দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের হাতে টাকা তুলে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ২০ জন গ্রাহক ৪০ লাখ ২ হাজার ৪১৩ টাকা ফেরত পেয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের অর্থ ফেরতের কার্যক্রম শুরু হলো।

এর আগে গত ১০ জানুয়ারি কিউকম ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার করপোরেশন একটি আংশিক হিসাব দিয়ে বলেছে, মোট ৬ হাজার ৭২১টি লেনদেনের বিপরীতে তারা আপাতত ৫৯ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিতে পারবে। ওই হিসাবের পরিপ্রেক্ষিতে গতকাল গ্রাহকদের টাকা দেওয়া হয়। সচিব বলেন, এসব ক্রেতা অগ্রিম টাকা দিলেও পণ্য পাননি। তাদের ৫৯ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের টাকা ফেরতের জন্য কাজ করছি। তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশে ই-কমার্স ব্যবসা করতে হলে আগামীতে কোম্পানিগুলোর ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে এটা শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ই-ক্যাবের সভাপতি শমী কায়সার অনুষ্ঠানে বলেন, কিউকমের ২০ জন গ্রাহক টাকা ফেরত পাওয়ায় আস্থার সংকট কিছুটা হলেও কাটবে। তিনি বলেন, যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে; যেখানে মানিলন্ডারিং হয়েছে, সেখানেও তারা ছাড় পাচ্ছেন না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর