মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশির কাছে ক্ষমা চাইলেন মিশিগানের সেই জজ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

মিশিগানের সেই ফেডারেল জজ ক্ষমা চেয়েছেন ৭২ বছর বয়সী এক বাংলাদেশির কাছে। ক্যান্সারে আক্রান্ত এই প্রবাসী বাংলাদেশি বোরহান চৌধুরী তার বাড়ির বহিরাঙ্গনের জঙ্গল পরিষ্কার করেন না- এ কারণে জজ আলেক্সিজ জি ক্রোট তার মন্তব্যে বলেছিলেন, ‘আগাছা পরিষ্কার করতে না পারার জন্য আপনার (বোরহান চৌধুরী) লজ্জিত হওয়া উচিত। আমি আপনাকে জেলও দিতে পারি।’

প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে হ্যামট্রমিক ডিস্ট্রিক্ট কোর্টে মামলার শুনানির সময় এমন মন্তব্য করেছিলেন জজ। গত ১০ জানুয়ারি ভার্চুয়ালে এই বিচার কাজ চলার পর তার মন্তব্য ১২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশ হয়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল হই চই। ছয় দিনের মধ্যে ২ লাখের  বেশি আমেরিকান এই বিচারকের অপসারণ দাবিতে ফেসবুক/টুইটারে নিজ নিজ মতামত/মন্তব্য লেখেন। অবশেষে অবস্থা বেগতিক দেখে গত ১৮ জানুয়ারি জজ আলেক্সিজ জি ক্রোট এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ‘আমি ভুল করেছি। আমি নির্দয় আচরণ করেছি। যা করেছি তার জন্যে আমি লজ্জিত, দুঃখিত এবং বিব্রত। আমি তাঁর (বোরহান) কাছে ক্ষমা চাচ্ছি। তাঁর সঙ্গে যে ধরনের সৌজন্যবোধ প্রকাশ করা উচিত ছিল- তা করতে না পারায় গোটা কমিউনিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি বিচার বিভাগীয় সবাই তা উপলব্ধিতে সক্ষম হবেন।’ এই ক্ষমা প্রার্থনার ব্যাপারটি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা গেছে, বাড়ির বহিরাঙ্গন আগাছামুক্ত রাখতে সক্ষম না হওয়ায় নিকট প্রতিবেশীরা অভিযোগ করেন হ্যামট্রমিক সিটি প্রশাসনে। সে অভিযোগে গত বছরের ২ আগস্ট বোরহান চৌধুরীকে ১০০ ডলার জরিমানা করা হয়। সেই জরিমানা তিনি দিতে চাননি। কারণ, তিনি ২০১৯ সাল থেকেই ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। একইসঙ্গে তিনি হৃদরোগেও আক্রান্ত। এজন্যে বাড়ির সম্মুখস্থ জঙ্গল-ঘাস পরিষ্কার করা সম্ভব হয়নি। এছাড়া যখন অভিযোগ করা হয় তখন তার পুত্র শিব্বির চৌধুরী (৩৩) তিন মাসের অবকাশ যাপনে বাংলাদেশে ছিলেন। ১০ জানুয়ারি বিচারক তাকে আদালত থেকে ফোন করলে এমন অসহায়ত্ব এবং অপারগতার কথা ভাঙা ইংরেজিতে অবহিত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বিচারক তা আমলে নেননি। উল্টো হুমকি দেন তাকে কারাগারে পাঠানোর। উল্লেখ্য, অভিবাসনের মর্যাদায় ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসার পর ২০১৪ সাল থেকে মিশিগানে বসতি গড়েন বোরহান চৌধুরী। মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটি থেকে ৬ মাইল দূর হ্যামট্রমিক সিটির এ বাড়িটি ক্রয় করেন ২০১৬ সালে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর